সারাদেশ

নিপাহ ভাইরাস কেড়ে নিল ৩ বছরের তহুরার প্রাণ

নিপাহ ভাইরাস কেড়ে নিল ৩ বছরের তহুরার প্রাণ

বরিশালের বানারীপাড়ায় নিপাহ ভাইরাসে তহুরা নামে ৩ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার দুপুর পৌনে ১২টার দিকে সে মারা যায়।

 

তহুরা উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে। বানারীপাড়ায় নিপাহ ভাইরাসে এই প্রথম কারও মৃত্যু হলো।

 

তহুরার বড় চাচা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ সালেক হাওলাদার জানান, তার ভাতিজি মাসখানেক আগে কাঁচা খেজুরের রস খায়। এর সপ্তাহখানেক পর সে অসুস্থ হয়ে পড়ে।

 

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পর সংকটাপন্ন অবস্থায় তহুরাকে ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

রাজধানী ঢাকার শিশু হাসপাতালের আইসিউতে থাকা অবস্থায় আজ দুপুর পৌনে ১২টার দিকে তহুরা মারা যায়।

 

তহুরার আরেক চাচা ইতালী প্রবাসী জামাল রেজা জানান, আজ বাদ এশা উপজেলার আহম্মদাবাদ বেতাল গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তহুরাকে দাফন করা হবে।

 

আরও খবর

Sponsered content