বিনোদন

রিয়াজ ভুল বলেনি, আমরা ইউরোপ হয়ে উঠছি বললেন ফেরদৌস

রিয়াজ ভুল বলেনি, আমরা ইউরোপ হয়ে উঠছি বললেন ফেরদৌস

রিয়াজ ভুল বলেনি, সে যেটা বলেছে… আমরা ধীরে ধীরে আমরা ইউরোপ হয়ে উঠছি— এমন মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

 

চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, বিমানবন্দর থেকে বের হয়ে যখন বঙ্গবন্ধু টানেল, সুন্দর রাস্তাঘাট, ফ্লাইওভার দেখি তখন কি মনে হয় না আমরা ইউরোপের মতো সুন্দর হয়ে উঠছি?

 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ কার্যক্রমের প্রচারনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

 

ফেরদৌস আহমদ বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এখানে অপরিকল্পিতভাবে অনেক বসতি গড়ে উঠেছে।

 

যত্রতত্র ময়লা ফেলে আমরা নিজেরাই এই শহরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। কক্সবাজারে সমুদ্র সৈকতেও যেখানে সেখানে ময়লা ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে। নির্দিষ্ট জায়গায় সবাইকে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান তিনি।

 

চট্টগ্রামের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা বেশি বলেও এ সময় মন্তব্য করেন এ সংসদ সদস্য।

 

প্রসঙ্গত, এর আগে চিত্রনায়ক রিয়াজ চট্টগ্রামের রাস্তা প্রসঙ্গে বলেছিলেন, যে রাস্তা দিয়ে এসেছি সেটা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা। সেই সময় তার এই মন্তব্য নিয়ে ব্যপক আলোচনার সৃষ্টি হয়।