বিনোদন

‘সুপার মারিও ব্রোস’কে পেছনে ফেলে বক্স অফিসে সেরা ‘বার্বি’

‘সুপার মারিও ব্রোস’কে পেছনে ফেলে বক্স অফিসে সেরা ‘বার্বি’

চলতি বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘সুপার মারিও ব্রোস’কে ছাপিয়ে ফেলে বক্স অফিসে শীর্ষে এখন ‘বার্বি’। গোটা বিশ্বে ‘বার্বি’ এখন পর্যন্ত মোট আয় করেছে ১৩৮ কোটি ডলার। অপরদিকে অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি সিনেমা ‘সুপার মারিও ব্রোস’ আয় করেছে মোট ১৩৬ কোটি ডলার।

 

বার্বি সিনেমা দিয়েই কোভিড মহামারির পর প্রথমবার গ্রীষ্ম মৌসুমে ৪০০ কোটি ডলার আয় করেছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস। চলতি বছরের সিনেমাগুলো এতটা আয় করতে পারবে, বিশ্লেষকরা তা আশাও করেননি।

 

মার্গো রবি অভিনীত বার্বি এবং ক্রিস্টোফার নোলান নির্মিত ওপেনহেইমার গত জুলাইয়ে একই দিনে মুক্তি পায় এবং দারুণ ঝড় তোলে। যুক্তরাষ্ট্রের বক্স অফিসের গত বছরের ৩৪০ কোটি ডলার আয়কে ছাপিয়ে যেতে ওই দুটো সিনেমাই মূল ভূমিকা রেখেছে।

 

চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা ছিল, সুপার মারিও ব্রোস সিনেমাটি ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করবে। কিন্তু গ্রেটা গারউইগ পরিচালিত বার্বি তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

 

২০২৩: মার্কিন বক্স অফিসে সেরার তালিকা

 

বার্বি: ১৩৮ কোটি ডলার

 

দ্য সুপার মারিও ব্রোস: ১৩৬ কোটি ডলার

 

ওপেনহেইমার: ৮৫.৩ কোটি ডলার

 

গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি: ৮৪.৬ কোটি ডলার

 

ফাস্ট এক্স:৭০.৫ কোটি ডলার