সারাদেশ

দিশেহারা শ্রমজীবী মানুষ, তীব্র ঠান্ডায় বিপর্যস্ত চরাঞ্চলের জনজীবন,

দিশেহারা শ্রমজীবী মানুষ, তীব্র ঠান্ডায় বিপর্যস্ত চরাঞ্চলের জনজীবন,

তিস্তা,ধরলা নদী বেষ্টিত লালমনিরহাটে টানা কয়েকদিনের ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জনজীবন।

 

ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় শীতের প্রভাব পড়ছে এ জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে। বিশেষ করে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষরেরা কষ্ট পোহাতে হচ্ছে তুলনামূলক বেশি।

 

আজ সকালে লালমনিরহাটে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। কনকনে এই ঠাণ্ডায় জবুথবু লালমনিরহাটের জনজীবন। জেলার বিভিন্ন স্থান ও চরাঞ্চল ঘুরে দেখা গেছে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তাঘাট। আর হিমেল হাওয়া থাকায় কনকনে ঠান্ডায় প্রয়োজন ব্যতিত ঘর ছাড়েন অধিকাংশরা।

 

তবে জীবিকার তাগিদে শ্রমজীবীরা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন। শীতার্ত ও ছিন্নমূল মানুষ শীতের তীব্রতা থেকে বাঁচতে বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর শৈলমারীর বাসিন্দা বাবলু মিয়ার(৪২) সাথে টান্ডার প্রকোপ নিয়ে কথা হলে।

 

তিনি বলেন, বর্তমানে চরাঞ্চলের শ্রমজীবীদের বর্তমানে সবচেয়ে বেশি কষ্ট। কুয়াশা আর বাতাস চরাঞ্চলের বাসিন্দাদের ভোগান্তি কয়েকগুন বাড়িয়ে দেয়। চরের নিম্ন আয়ের মানুষের দুএকজন কম্বল পেলেও অধিকাংশরাই কম্বল পাননি।

আরও খবর

Sponsered content