সারাদেশ

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

বৃষ্টির জন্য রাজবাড়ীতে বিশেষ নামাজ আদায় করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার শহীদনগর ইসলামিয়া মহিলা আলিম মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলাসহ বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক মুসল্লি, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ নামাজে অংশ নেন।

 

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বহরপুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস।

 

নামাজে অংশ নেওয়া গোলাম মোস্তফা, মফিজুর রহমান, খলিলুর রহমানসহ একাধিক মুসল্লি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না থাকায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

 

এ গরম আর সহ্য করতে যাচ্ছে না। যার কারণে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করেছেন।

 

তারা আরও বলেন, এর আগেও এভাবে নামাজ আদায়ের পর বৃষ্টি হয়েছে। আল্লাহর কাছে চাইলে তিনি রহমত দেন। এ প্রত্যাশায় এবারও নামাজ আদায় করছি।

 

এ বিষয়ে মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস বলেন, ১০ রমজানের পর থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকে। এ অবস্থায় মাঠে কৃষিকাজ, মসজিদে ইবাদত-বন্দিগী, সাংসারিক কাজসহ সব কষ্টসাধ্য হয়ে পড়ে।

 

এর থেকে উত্তরণ ও বৃষ্টি প্রার্থনা করে নামাজের আয়োজন করা হয়। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি কামনা করছি।

 

 

মার্চ মাসের পর থেকে এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই রাজবাড়ীতে। বর্তমানে রাজবাড়ীর তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

 

আরও খবর

Sponsered content