রাজনীতি

আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেয়ার চেষ্টা করবে বললেন শামীম ওসমান

আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেয়ার চেষ্টা করবে বললেন শামীম ওসমান

এখনও বাংলাদেশের আকাশে শকুন উড়ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, আকাশে ওড়া শকুন দেশের মানচিত্রে থাবা দেয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসি তারা এক থাকলে কেউ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতি করতে পারবে না।

 

আজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শামীম ওসমান।

 

এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভালো খেলতে পারে, তার প্রমাণ দিয়েছে। ‘৭১ এর পরাজিত শক্তি বিএনপি জামায়াত ভোটের আগে স্লোগান দিয়েছে, ‘ভোটকেন্দ্রে যাবে যারা, লাশ হয়ে ফিরবে তারা’। আমার কাছে এর বহু ভিডিও আছে। তাদের এই ধরনের হুমকির পরও স্বাধীনতার পক্ষের শক্তি ভোটকেন্দ্রে গেছে, ভোট দিয়েছে।

 

শামীম ওসমান বলেন, সকল অপচেষ্টাকে রুখে দিয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি। সকল অপশক্তির বিপক্ষে খেলা হয়েছে। এই খেলায় স্বাধীনতার পক্ষের শক্তিরই জয় হয়েছে। সামনে আরও বড়কিছুর জয়লাভ হবে।

 

আরও খবর

Sponsered content