সারাদেশ

প্রায় লক্ষাধিক ভোটে জিতলেন ব্যারিস্টার সুমন

প্রায় লক্ষাধিক ভোটে জিতলেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি।

 

স্থানীয়ভাবে মোট ১৭৭ ভোট কেন্দ্রের ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে তিনি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

 

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫,১২,৩০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৭,৮৮৪ জন, নারী ভোটার ২,৫৪,৪২৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

 

আরও খবর

Sponsered content