সারাদেশ

ভোট স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তনুর

ভোট স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তনুর

কারচুপির অভিযোগ এনে ভোট স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু। এ অবস্থা চললে ভোট পরবর্তী সময়ে ভয়ানক সহিংসতা হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

 

রোববার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে তনু নিজ ভবনে সংবাদ সম্মেলন করে জানান এ দাবি জানান। তিনি বলেন, সকাল থেকেই কুষ্টিয়ার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে।

 

এই প্রার্থী বলেন, নৌকার সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে প্রতিটা কেন্দ্র। এছাড়াও ভোট কেন্দ্রের বাইরেও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি প্রদান করা হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরও বলেন, রাজনীতি সেবামূলক জায়গা কিন্তু এরা তো বহিরাগত হায়েনা। এরা আসবে ৫-১০টা হত্যা করে চলে যাবে।

 

আরও খবর

Sponsered content