রাজনীতি

তারেক অনেক এমপি প্রার্থীকে গুলির নির্দেশনা দিয়েছে : নিজাম উদ্দিন হাজারী

তারেক অনেক এমপি প্রার্থীকে গুলির নির্দেশনা দিয়েছে : নিজাম উদ্দিন হাজারী

ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের নেতা তারেক জিয়া লন্ডন থেকে কিলিং মিশনের নির্দেশনা দিয়েছেন। তিনি অনেক এমপি প্রার্থীকে গুলি করে হত্যা করার লক্ষ্যে বাড়িতে বাড়িতে হানা দিতে বিএনপির সন্ত্রাসীদেরকে প্রস্তুত করে ছিলেন। তারা ভেবেছেন এটা কেউ বুঝতে পারবে না।

 

আমাদের গোয়েন্দা সংস্থা অনেক বেশী অগ্রগামী। আপনার সেই মিশন তারা ব্যর্থ করে দিয়েছে। শেখ হাসিনা যতক্ষণ আছেন বাংলা মাঠিতে আপনাদের এমন কু-পরিকল্পনা কখন সফল হবে না। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

 

নিজাম উদ্দিন হাজারী বলেন, আপনারা হত্যার রাজনীতি বন্ধ করুন। ৭ জানুয়ারি ভোটারেরা ভোট কেন্দ্রে যাবেন। যাকে মন চায়, তাকে ভোট দেবেন। জাল ভোটে আমি এমপি হতে চাই না। আমাকে যোগ্য মনে করলে নৌকায় ভোট দেবেন। আপনাদের ভোটে এমপি হতে চাই। দীর্ঘদিন সেবক হয়ে আপনাদের পাশে ছিলাম, এমপি বা মেয়র নয়, ভাই হিসেবে ছিলাম। নির্বাচিত হলে আপনাদের সেবা করবো, এলাকার উন্নয়ন করবো, শান্তি ও সহাবস্থানে রাখবো।

 

পৌর আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক করিম উল্যাহ ও পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামিম।

 

সভায় পৌরসভার ১৮টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content