বিনোদন

‘ট্রাক’ হাতে নৌকায় মাহিয়া মাহি

‘ট্রাক’ হাতে নৌকায় মাহিয়া মাহি

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।

 

মাহি এখন রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলায় প্রতিদিন ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

 

ছুটে বেড়াচ্ছেন সবার দ্বারে দ্বারে। গতকাল বছরের প্রথম দিনে স্বামী রাকিব সরকারকে নিয়ে নৌকায় চড়ে নির্বাচনি প্রচারে বেরিয়েছেন মাহি।

 

মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘ট্রাক’ নিয়ে সে প্রচারনার কয়েকটি ছবি পোস্ট করেছেন ।

 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বছরের প্রথমদিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে
Happy new year’

ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় চড়ে নদী পার হচ্ছেন মাহি। সঙ্গে রয়েছেন তার স্বামী রাকিব সরকার। ছবিতে আরও দেখা যাচ্ছে, মাহির হাতে রয়েছে, তার নির্বাচনের প্রতীক ‘ট্রাক’।

 

নির্বাচনি প্রচারনায় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন মাহি। এলাকার নানান রকমের উন্নয়নের কথাও বলছেন।

 

নির্বাচনে জয়ী হলে সব সময় সাধারণ মানুষের পাশে থাকবেন— এমন কথাও বলছেন মাহি। তার কথা শুনে অনেকেই তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

 

আরও খবর

Sponsered content