সারাদেশ

টাঙ্গাইলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

টাঙ্গাইলে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

টাঙ্গাইল-৩ আসনে ঘাটাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. কামরুল হাসান খানের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আমানুর রহমান খান রানার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার লক্ষীন্দরে এ ঘটনা ঘটে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলো লক্ষিন্দর ইউনিয়নের ৭নং বাগাড়া এলাকার মো. হামিদুল ইসলাম (৫০), আমিরুল মেম্বার (৪১) ও মো. রুহুল আমীন (৩৪) নামে ৩ জন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক ও মো. জাফর আলী (৪৫) নৌকা প্রতীকের সমর্থক।

 

ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কয়েকজন আহত হয়েছে। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।