সারাদেশ

নৌকার প্রার্থীকে জুতাপেটার চেষ্টা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের আসামি করার অভিযোগ

নৌকার প্রার্থীকে জুতাপেটার চেষ্টা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের আসামি করার অভিযোগ

নোয়াখালী–২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকার প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের কর্মী–সমর্থকদের আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক এ অভিযোগ করেন।

 

এ সময় লিখিত বক্তব্যে মানিক বলেন, এমপি মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টার ঘটনায় হয়রানির উদ্দেশে তাঁর ছোট ভাই প্রকৌশলী আনিসুল রহমান, কাঁচি প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাজেদুল হক তানভীরসহ তাঁর ১১ জন কর্মী–সমর্থককে আসামি করা হয়েছে। অথচ এ ঘটনার সঙ্গে তাদের কারও সম্পৃক্ততা নেই।

 

নৌকার প্রার্থীর সভামঞ্চে জুতা নিক্ষেপের ঘটনায় কারাগারে ১নৌকার প্রার্থীর সভামঞ্চে জুতা নিক্ষেপের ঘটনায় কারাগারে ১ কর্মী–সমর্থকদের নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশে এবং ভোটারদের মাঝে ভয়–ভীতি প্রদর্শনের উদ্দেশে নৌকার প্রার্থী পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মানিক।

 

সংবাদ সম্মেলনে মানিক নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ, সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content