সারাদেশ

উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ, আওয়ামী লীগে যোগ দিলেন জাপার ৫ শতাধিক নেতাকর্মী

উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ, আওয়ামী লীগে যোগ দিলেন জাপার ৫ শতাধিক নেতাকর্মী

সুন্দরগঞ্জে দলের প্রতি ক্ষোভ আর বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ৫ শতাধিক নেতা-কর্মী।

 

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর বাসভবনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমাস হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জবেদ আলী, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি লুৎফর রহমান ও ৫ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হোসেনের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী উপজেলা আ. লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আ. লীগে যোগদান করেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে ফুলেলর শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।

 

আরও খবর

Sponsered content