সারাদেশ

বাড়ির উঠানেই গাঁজা গাছ রোপণ, ইচ্ছে ছিল স্বাবলম্বী হওয়ার

বাড়ির উঠানেই গাঁজা গাছ রোপণ, ইচ্ছে ছিল স্বাবলম্বী হওয়ার

সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে নিজেদের বাড়ির আঙিনাতেই রোপণ করেছিলেন গাঁজার গাছ। ইচ্ছে ছিল আর কিছুদিন পরই সেই গাঁজা বিক্রি করে টাকা উপার্জন করে স্বাবলম্বী হওয়ার। কিন্তু তাদের সে স্বপ্ন আর পূরণ হলো না। বেরসিক পুলিশ জানতে পেরে গাঁজার গাছসহ আটক করেছে তাদের।

 

এমনই এক ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার চর বলরামপুরে। অভিযান চালিয়ে চারটি গাঁজার গাছসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে উপজেলার চর বলরামপুর মালিথাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই ব্যক্তির বাড়ির আঙিনায় রোপণকৃত মোট চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। জব্দকৃত চারটি গাঁজার গাছের ওজন প্রায় ৪৫ কেজি। এ সময় দুইজনকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- চর বলরামপুর মালিথাপাড়া গ্রামের আবু মালিথার ছেলে হাসেম মালিথা (৫০) ও একই গ্রামের আক্কাস মালিথার ছেলে শামসুল মালিথা (৪০)।

 

এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

আরও খবর

Sponsered content