সারাদেশ

পরকীয়া করায় ২ ইউপি সদস্য বরখাস্ত

পরকীয়া করায় ২ ইউপি সদস্য বরখাস্ত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে পরকীয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিস্বরূপ এ পদক্ষেপ নেওয়া হয়। ওই ইউপি সদস্যরা হলেন- ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. সাদ্দাম হোসেন মোল্লা ও ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাজমা আক্তার।

 

স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের বিষয়টি জানানো হয়।

 

রোববার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

 

চিঠিতে বলা হয়, বিয়ে-বহির্ভূত অবৈধ সম্পর্কের অপরাধ করায় কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

 

জানা গেছে, মো. সাদ্দাম হোসেন মোল্লার সঙ্গে নাজমা আক্তারের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় গুঞ্জন ছিল।

 

একপর্যায়ে ২০২৩ সালের ২ জুলাই সাদ্দামের সঙ্গে দুই সন্তানের জননী নাজমা আক্তার পালিয়ে যান।

 

আরও খবর

Sponsered content