বিনোদন

মাহিয়া মাহি ছুটে গেলেন টুঙ্গিপাড়া প্রার্থিতা ফিরে পেয়ে

মাহিয়া মাহি ছুটে গেলেন টুঙ্গিপাড়া প্রার্থিতা ফিরে পেয়ে

চাঁপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ক্রয় করেন মাহিয়া মাহি। কিন্তু গত ৩ ডিসেম্বর তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন অভিনেত্রী।

 

গতকাল প্রার্থিতা ফিরে পেয়েই আজ মঙ্গলবার ছুটে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

 

এ বিষয়ে মাহি নিজের ফেসবুকে লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।

 

মনোনয়ন পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছে আপনাকে নির্বাচন করতে হবে। তারা আমাকে নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়।

 

আরও খবর

Sponsered content