সারাদেশ

বিচারককে জুতা ছুড়ে মারলেন তরুণী, ৭ ঘণ্টা পর জামিনে মুক্ত

বিচারককে জুতা ছুড়ে মারলেন তরুণী, ৭ ঘণ্টা পর জামিনে মুক্ত

পঞ্চগড়ে বিচারকের উপর জুতা নিক্ষেপকারী নারী মিনারা আক্তার (২৫) পৌনে সাতঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হয়েছেন। তার বাড়ি সাতমেরা ইউনিয়নে ডাঙ্গাপাড়া গ্রামে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ হেফাজতে যাওয়ার পর রাত পৌনে সাতটার দিকে জামিনে মুক্ত হয়েছেন।

 

সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার সময় পঞ্চগড় জেলা জজ আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) জামাল হোসেন জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার সময় পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-১ এর বিচারক অলরাম কার্জীর আদালতে জুতা নিক্ষেপের এ ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠে। পরে ঘটনার পর পনে ৭ ঘন্টা ওই তরুনীকে আটকের পর পুলিশি হেফাযতে রাখা হয়।

 

আদালত সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে মিনারাকে আদালতে পুলিশি হেফাযতে রাখা হয়। এদিকে তার বিরুদ্ধে একটি সিআর (নালিশি) মামলা দায়েরে পর সন্ধায় মেজবা ওয়ানুল করিম বসুনিয়া ওরফে বাবু নামে একজন অ্যাডভোকেট ৫ হাজার টাকার বেল্ড বন্ডের (চুক্তি) মাধ্যমে নিজ জিম্মায় জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করে তাকে জামিনে মুক্তি দেন আদালত। মূলত আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সিআর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

মিনারার বড় ভাই ফারুক হোসেন জানান, আদালতের এমন রায়ে আমার ছোট বোন মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এ ঘটনায় বর্তমানে সে অসুস্থ্য হয়ে পড়েছে। এদিকে অ্যাডভোকেট মেজবা ওয়ানুল করিম বসুনিয়া বাবু জানান, ঘটনার পর মিনারা নামে ওই তরুনীর বিরুদ্ধে তাজুল ইসলাম নামে একজন কর্মচারী বাদী হয়ে সিআর মামলা দায়ের করেন। এর পর পাঁচ হাজার টাকার বেল্ড বন্ডের মাধ্যমে তাকে জামিন দেন বিচারক।

 

এর আগে গত ৫ ডিসেম্বর জমি নিয়ে বিরোধে মৃত্যু হয় মিনারার বাবা ইয়াকুব আলীর। ওই দিনই রাতেই মিনারা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার আসামীদের মধ্যে প্রধান আসামীসহ ৩ জন বাদে ১৬ আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করে।

 

তবে নিহতের পরিবার বিচারকের উপর হামলার বিষয়টি অস্বীকার করে বলেন হত্যা মামলার ঘটনাটি বিচারক আমাদের কথা না শুনেই জামিন দিয়েছেন। এ ঘটনায় ক্ষোভে মিনারা আদালত প্রাঙ্গনে চিৎকারসহ আর্তনাদ করলে তাকে আটক করে আদালত কোর্ট পুলিশ।

 

আরও খবর

Sponsered content