বিনোদন

তামিল কৌতুক অভিনেতা যোগী বাবুর ফ্যামিলি ক্লিক

তামিল কৌতুক অভিনেতা যোগী বাবুর ফ্যামিলি ক্লিক

তামিল সিনেমাপ্রেমীদের কাছে যোগী বাবু খুবই পরিচিত নাম। ভারতের তামিল নাড়ুতে জন্মগ্রহণ করা জনপ্রিয় এই কৌতুক অভিনেতা তিনবার আনন্দ বিকাতন সিনেমা পুরস্কার পেয়েছেন।

 

২০০৯ সালে অভিষেকের পর ‘মান করতে’, ‘ইয়ামিরুক্ক বয়মে’, ‘আন্দবন কট্টলাই’, ‘কোলামবু কোকিলা’ ও ‘পারিয়েরুম পেরুমল’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০২০ সালের শুরুর দিকে তামিলনাড়ুর থিতুত্তানির একটি মন্দিরে পারিবারিক আয়োজনে মঞ্জু ভার্গবীর সঙ্গে বাবুর বিয়ে সম্পন্ন হয়।

 

একই বছরের শেষের দিকে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র বিএম ভেশাগান। আর ২০২২ সালে তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। যোগী বাবুর স্ত্রী মঞ্জু পেশায় একজন চিকিৎসক। বাবুর বাবা ভারতীয় সেনাবাহিনীতে একজন হাবিলদার ছিলেন।

 

সম্প্রতি ইন্ডিয়াগ্লিটজ তামিল ফেসবুক পেজে যোগী বাবু পরিবারের একটি ছবি শেয়ার করেছে। সেখানে অনেকেই কমেন্ট করে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

 

আরও খবর

Sponsered content