বিনোদন

মাসুদ রানা হিসেবে গ্রহণ করেছেন দর্শক: সুমন

মাসুদ রানা হিসেবে গ্রহণ করেছেন দর্শক: সুমন

কোথায় আছেন এখন?

স্টার সিনেপ্লেক্সে এসেছি। হল থেকে বের হয়েছি। নিজের নয়; হৃদি আপার [হৃদি হক] সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’ দেখে মুগ্ধতা নিয়ে বাসায় ফিরছি।

 

সিনেমা দেখেন?

সময়-সুযোগ হলেই সিনেমা হলে যাই। ‘১৯৭১ সেই সব দিন’ মুক্তিযুদ্ধের সিনেমা। এ ধরনের সিনেমার প্রতি আমার দুর্বলতা রয়েছে। সিনেমাটি অসাধারণ বানিয়েছেন নির্মাতা।

 

 ‘এমআর-৯’ সিনেমা মুক্তি পেয়েছে; কেমন সাড়া পাচ্ছেন?

ভালোই। অনেকেই সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। নিজে হলে হলে গিয়ে দর্শকের চোখেমুখে উচ্ছ্বাস দেখেছি। এটি অ্যাকশনধর্মী সিনেমা; যেখানে হলিউড, বলিউড, চায়নিজ ইন্ডাস্ট্রির শিল্পীদের সমাহার ঘটেছে। এ সিনেমার মাধ্যমে বাংলাদেশি সিনেমাকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পেরেছি। দর্শক আমাকে মাসুদ রানা হিসেবে গ্রহণ করেছেন– এটিই বড় পাওয়া।

 

সুমন থেকে মাসুদ রানা হয়ে ওঠার জার্নি কেমন ছিল?

খুব চমৎকার। করোনায় এর কাজ থমকে গিয়েছিল। এ সময় নিজেকে প্রস্তুত করার সুযোগ পেয়েছি। সপ্তাহে চার দিন ফাইট করতাম। অভিনয়ের ক্লাস করেছি দুই দিন। জিম করে রিল্যাক্স মুডে বসে থাকতাম লম্বা সময়। তখন অভিনয় নিয়ে ভেবেছি। স্পাই ঘরানার সিনেমা ও স্পাইদের ফুটেজ ইউটিউবে দেখতাম। এভাবেই নিজেকে প্রস্তুত করেছি।

 

আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে ‘এমআর-৯’। আপনি কী বলবেন?

আমিও বিশ্বাস করি। এত বছরের কষ্টের ফসল এ সিনেমা। দর্শক মাসুদ রানাকে বাহবা দিচ্ছেন। সব মিলিয়ে এটি আমার অভিনয় ক্যারিয়ারের বিশেষ একটি সিনেমা হতে যাচ্ছে।

 

‘অন্তর্জাল’ মুক্তির অপেক্ষায়। কেমন আশাবাদী?

দর্শক ভালো গল্প পর্দায় দেখতেন চান। তাদের প্রত্যাশা পূরণের সিনেমা এটি। নির্মাতা বেশ যত্ন নিয়ে বানিয়েছেন। অভিনয়শিল্পীরাও নিজেদের সেরাটাই দিয়েছেন। সব মিলিয়ে ভালো কিছু আশা করাই যায়।

আরও খবর

Sponsered content