সারাদেশ

পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

বগুড়ার ধুনটে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম সাগর (২৮) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলার সোনাহাটা গ্রামের চান মিয়া সরকারের ছেলে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরের দিকে ফোর্স নিয়ে পিকেট ডিউটি করতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় যান। ডিউটিকালীন অবস্থায় শহিদুল জ্যাকেটটি সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ে টেবিলের ওপর রাখেন। সেখানে সাজেদুল কৌশলে জ্যাকেটটি পরে ছবি তোলেন।

 

পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে ডেইলি স্টোরিতে এবং পরিবর্তীতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং ছবিটির নিচে নেতিবাচক মন্তব্য পড়তে শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

 

পরে থানা পুলিশ মঙ্গলবার রাতেই সোনাহাটা বাজার এলাকা থেকে সাজেদুলকে আটক করে থানায় নিয়ে আসে। ফেসবুক ওয়াল থেকে ওই ছবিটি সরিয়ে নেয়া হয়েছে। সাজেদুল জানান, পুলিশের জ্যাকেটটি গায়ে দিয়ে কৌতূহলবশত ছবি তুলেছি এবং ফেসবুকে পোস্ট করেছি।

 

জ্যাকেটটি গায়ে দিয়ে বিট পুলিশিং কার্যালয়ের বাইরে যাইনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে ছবি ফেসবুকে আপলোড করায় সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সূত্র: মানবজমিন

আরও খবর

Sponsered content