বিনোদন

‘মুজিব’-এ ১ টাকা সম্মানী নেন তিশাও

‘মুজিব’-এ ১ টাকা সম্মানী নেন তিশাও

দেশের ১৬১ প্রেক্ষাগৃহে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। মুক্তির পর সিনেমাটি দেখতে হলে ভিড় করছে দর্শকেরা, বাড়ছে শো।

 

৮৩ কোটি টাকা বাজেটের এই সিনেমায় আকাশচুম্বী পারিশ্রমিক নেওয়ার সুযোগ থাকলেও ছবিটির মুজিব চরিত্রে অভিনয় করতে মাত্র ১ টাকা পারিশ্রমিক নেন আরিফিন শুভ। এবার জানা গেল, একই ছবির শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের জন্য নামেমাত্র অর্থাৎ ১ টাকা পারিশ্রমিক নেন নুসরাত ইমরোজ তিশাও।

 

এ বিষয়ে তিশা গণমাধ্যমকে বলেন, ‘এক টাকাও নিতাম না। চুক্তিতে লিখতে হবে, তাই নিয়েছি। আমি শুধু ভালোবাসার জায়গা থেকে ছবিটা করতে চেয়েছি। এখন মনে হয়েছে, যে ভালোবাসার কথা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। এর চেয়ে বড় সম্মানী কী হতে পারে?’

 

তিশা জানান, ছবিটি মুক্তির পর এমন সব প্রতিক্রিয়া পাচ্ছেন, যা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘যারা ছবিটি দেখছেন, অনেকে এভাবে বলছেন, ‘আমরা তো বেগম মুজিবকে কাছ থেকে দেখিনি, শুধু কথা শুনেছি। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে, আপনিই সেই বেগম মুজিব। আমাদের মনে হয়, বেগম মুজিব বুঝি পর্দার আপনার মতোই ছিলেন। আমরা তাই অনুভব করতে পেরেছি।

 

শুক্রবার (১৩ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পায় ‘মুজিব’। এটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ।

 

এছাড়াও শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

 

সিনেমাটির সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শ্যামা জাইদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

 

আরও খবর

Sponsered content