বিনোদন

আদালত আবেদন মঞ্জুর করলেন নুসরাতের

আদালত আবেদন মঞ্জুর করলেন নুসরাতের

সংসদ সদস্য এবং অভিনেত্রী হিসেবে কাজের চাপ অনেক, তাই আদালতে হাজিরা দেওয়া থেকে কিছুদিনের জন্য রেহাই চেয়েছিলেন নুসরাত জাহান। সোমবার তার সেই আবেদন মঞ্জুর করলেন নিম্ন আদালত।

 

নুসরাতের আইনজীবী জানিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাকে আদালতে হাজির হতে হবে না। তবে তারপর বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য তথা টালিউডের অভিনেত্রী নুসরাতকে যদি আদালত হাজিরা দিতে বলেন, তবে তিনি আদালতে আসবেন বলে জানিয়েছেন নুসরাতের আইনজীবী।

 

সোমবার আলিপুর জাজেস কোর্টে শুনানি ছিল নুসরাতের মামলার। তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রতারিতরা। এর ভিত্তিতেই তাকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। সেই বিষয় নিয়ে আলিপুর জাজেস কোর্টের দ্বারস্থ হন নুসরাত।

 

সোমবার সেই মামলার শুনানি ছিল। নুসরাতের আইনজীবী সরিতা সিংহ আদালতকে জানান, সংসদ সদস্য এবং অভিনেত্রী হিসেবে তার কাজের চাপের জন্য হাজিরা দিতে পারছেন না।

 

এ ব্যাপারে তাকে হাজিরা থেকে আরও কিছুদিন রেহাই দেওয়ার আর্জিও জানান নুসরাতের আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

তিনি বলেন, উচ্চ আদালত আগেই হাজিরায় স্থগিতাদেশ দিয়েছেন। আজ নিম্নআদালতে সেই স্থগিতাদেশ নিয়ে শুনানি ছিল। আপাতত এক্সটেনশন দেওয়া হয়েছে। তবে পরবর্তী শুনানিতে যদি আসতে বলা হয় তাহলে উনি আসবেন। আজ সোমবার শুধু এক্সটেনশন ফাইল করা হয়েছিল!

 

ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণার মামলায় অভিযুক্ত বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য নুসরাত। ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা করে নেওয়া হয়েছিল।

 

বদলে তাদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা ফ্ল্যাটও পাননি, টাকাও ফেরত পাননি। নুসরাতকে ওই সংস্থার ‘অন্যতম ডিরেক্টর’ বলে দাবি করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব।

 

এ ব্যাপারে তিনি ইডির দফতরে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন।

 

সম্প্রতি এ অভিযোগের ভিত্তিতে নুসরাতকে ইডি দফতরে ডেকে পাঠানোও হয়েছিল। যদিও নুসরাত দাবি করেছিলেন, তিনি এ ধরনের কোনো সংস্থার সঙ্গে যুক্ত নন।

আরও খবর

Sponsered content