সারাদেশ

এবার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শ্রী মলয় কান্তি নন্দীকে সভাপতি, শ্রী রণজিৎ কুমার টিকাদারকে সাধারণ সম্পাদক ও শ্রী পৃতিশ কুমারকে যুগ্ম সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (৭ জুন) সকাল ১০টায় নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে নড়াইল জেলা শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক প্রভাষক রণজিৎ কুমার টিকাদার ও সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শঙ্কর কর্মকার।

 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

 

প্রধান বক্তা ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল, সাংগঠনিক সম্পাদক তিলক কুমার গোস্বামী, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি রানা দাশগুপ্ত আংশিক কমিটি ঘোষণা করেন।