জাতীয়

মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারায় অসন্তোষ প্রধানমন্ত্রীর

ভিসা নিয়ে শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য মানুষ বাড়িঘর বিক্রি করেছেন, অথচ অনেকেই যেতে পারলেন না।

 

সোমবার নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের অনানুষ্ঠানিক আলোচনায় এভাবেই নিজের উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অসন্তোষের পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী মন্ত্রিসভায় বলেন, বিরাজমান সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ সমস্যা আর থাকবে না। আবুধাবি ও দুবাইতে নতুন শ্রম বাজার তৈরি হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানান তিনি।

 

আরও খবর

Sponsered content