জাতীয়

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের তথ্য চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি ও বিএমইটি’র স্মার্ট কার্ড পাওয়ার পরও যে সব কর্মী গত ৩১ মে রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়াতে যেতে পারেনি, তাদের তথ্য চেয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

 

মঙ্গলবার (৪ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, মালয়েশিয়াতে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী প্রেরণে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় গমন করতে ইচ্ছুক যে সব কর্মী মালয়েশিয়া গমন করতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ (নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটি’র স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণকসহ) enquiry.committee.malaysia@gmail.com ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবেন।

 

এমতাবস্থায়, উল্লিখিত ই-মেইলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা হলো।

 

আরও খবর

Sponsered content