রাজনীতি

দেশের আর্থিক অবস্থা ভয়াবহ, রিজার্ভ তলানিতে বললেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ। রিজার্ভ তলানিতে। বাংলাদেশ ব্যাংক থেকে আবারো ডলার লোপাটের ঘটনা স্পষ্ট হচ্ছে। একের পর এক আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেদের আখের গোছাচ্ছে সরকারের লোকেরা।

 

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেয়ার অভিযোগে পিটিয়ে হত্যা করা দুজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

 

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনা সরকারের পরিকল্পিত তামাশা, সাজানো নাটক। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে।

 

জনগণের মনোযোগ ভিন্নখাতে নিতে নিজেদের এজেন্ট দিয়ে নানা ঘটনা ঘটাচ্ছে সরকার। দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে, অর্থনৈতিক লোপাটের মূল হোতারা আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের লোকজন।

 

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও সারাদেশে ভোট বর্জন সফল হবে। মানুষ বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা।

 

আরও খবর

Sponsered content