রাজনীতি

আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার নজির নেই বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই। ২০০৭ সালে আর রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার (১৩ মে) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

 

কাদের বলেন, পালানোর পথ পাবে না বলে ২৮ অক্টোবর বিএনপি নেতারাই পালিয়ে যায়। আবার আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালিয়ে যেতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট।

 

এসময় তিনি বলেন, বাংলাদেশে এসে কেউ আবারও বিএনপিকে মদদ দেবে, বিশ্বে তেমন পরিস্থিতি এখন নেই। যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।

 

দেশে এসে বিএনপি এবং তাদের শরিকদের নিয়ে নেয়া রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করলে সরকার তা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

 

আরও খবর

Sponsered content