সারাদেশ

ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭০ টাকার তরমুজ মুহূর্তেই ৫০ টাকা কেজিতে বিক্রি

ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭০ টাকার তরমুজ মুহূর্তেই ৫০ টাকা কেজিতে বিক্রি

পবিত্র রমজান মাসেও অসাধু কিছু ব্যবসায়ী ক্রেতাদের জিম্মি করে উচ্চ দ্বারে খাদ্য পণ্য বিক্রি করছে। এমন পরিস্থিতিতে বর্তমান বাজারে সব চেয়ে আলোচিত পণ্যের একটি হলো তরমুজ। বাজার মূল্যের চেয়ে অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে বিক্রি করে আসছিল। এ সকল প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার রেল বাজারে একটি বড় তরমুজের দোকানে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা শাখার কর্মকর্তা।

 

অভিযানের আগে ৭০ টাকা কেজিতে তরমুজ বিক্রি হলেও অভিযানের পরে সেটা ৫০ টাকায় বিক্রি করতে থাকেন তরমুজ ব্যবসায়ীরা। হঠাৎ দাম কমে যাওয়ায় উপচে পড়া ভীর পরে তরমুজের দোকানে।

 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার চাটমোহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছি।

 

সর্বশেষ চাটমোহর উপজেলার রেল বাজারে একটি তরমুজের দোকানে গিয়ে দোকান মালিককে আমি জিজ্ঞাসা করি তরমুজ কেজি কত? তখন তিনি বলেন ৫০ টাকা কেজি বিক্রি করছি।

 

এসময় উপস্থিত সকল ক্রেতাকে বলি আপনারা যারা ৫০ টাকা কেজি দ্বারে তরমুজ কিনতে চান সকলে এখানে চলে আসুন।

 

এলাকার সকল ক্রেতা স্বতঃস্ফূর্তভাবে ৫০ টাকা কেজি দ্বারে তরমুজ ক্রয় করেন। এভাবে প্রায় ২০ মন তরমুজ বিক্রি হয়।

 

অভিযান পরিচালনা কালে জেলা পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content