জাতীয়

সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে বললেন রাণা দাশগুপ্ত

সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে বললেন রাণা দাশগুপ্ত

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা দেশত্যাগ করছেন না, তাদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত। শনিবার (১৬ মার্চ) বাাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

জিয়াউর রহমানের আমল থেকে সংখ্যালঘুদের নিঃস্বকরণ প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে তিনি বলেন, আমার দাবি থাকবে সরকারি সব অনুষ্ঠানে সব ধর্মগ্রস্থ থেকে পাঠের ব্যবস্থা থাকবে। যা বঙ্গবন্ধুর আমলেও ছিল।

 

২০০১-২০০৬ সাল পর্যন্ত সংখ্যালঘু হত্যা-নির্যাতনের সব ঘটনার বিচার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবে বলে বিশ্বাস করি।

 

তিনি বলেন, সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতি আওয়ামী লীগ কথা দিয়েও বাস্তবায়ন না করায় হতাশ হলেও আশাহত হইনি।

 

আরও খবর

Sponsered content