রাজনীতি

খালেদা জিয়া হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরবেন

খালেদা জিয়া হাসপাতাল থেকে সন্ধ্যায় বাসায় ফিরবেন

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন। এর আগে বুধবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আজ (বৃহস্পতিবার) ইফতারের পর হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হবেন।

 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

 

এরপর ফুসফুসের পানি অপসারণের পর এক্স-রে, ইসিজি, আল্ট্রসনোগ্রাফিসহ কিছু পরীক্ষা করানো হয়।

 

পরীক্ষার রিপোর্ট দেখে মেডিকেল বোর্ড তাকে বাসায় যাওয়ার পরামর্শ দেন। এরপর ওইদিনই রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। বাসায় থেকেই তার চিকিৎসা চলছিল।

 

আরও খবর

Sponsered content