সারাদেশ

শ্বাসরোধে শিশু কন্যা হত্যা, সৎ মায়ের স্বীকারোক্তি

শ্বাসরোধে শিশু কন্যা হত্যা, সৎ মায়ের স্বীকারোক্তি

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু কন্যা নুসরাত জাহানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎ মা জোবায়দা বেগম। বুধবার (ফেব্রুয়ারি ২৮) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের কাছে শিশু নুসরাত হত্যার কথা স্বীকার করেন জোবায়দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন,উপজেলার গীলাতলা গ্রামে মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৭) দুপুরে নুসরাত হত্যাকাণ্ড ঘটে।

 

এ ঘটনায় নুসরাতের দাদা খায়ের কাজী বাদী হয়ে ওই দিন রাতেই জোবায়দা বেগমকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

 

এরপর জিজ্ঞাসাবাদের জন্য নুসরাতের বাবা সজীব কাজী ও সৎ মা জোবায়দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

 

লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আদালতে স্বীকারোক্তির পর জোবায়দা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার নুসরাতকে তার বড় ভাই ইয়াসিন মারধর করলে সে কান্নাকাটি করতে থাকে করে। কান্না থামাতে বারান্দার একটি কক্ষে নিয়ে তার মুখ চেপে ধরেন সৎ মা জোবায়দা। এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়।

 

নুসরাতের মৃত্যু হয়েছে তা বুঝতে পেরে জোবায়দা বেগম তাকে লেপের নিচে রেখে স্বাভাবিক আচরণ করতে থাকেন।

 

পরে গোসলের সময় দাদি পান্না বেগম নুসরাতকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।

 

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।