শিক্ষাঙ্গন

৩ বছর পর ফেব্রুয়ারিতে ফিরল এসএসসি পরীক্ষা

৩ বছর পর ফেব্রুয়ারিতে ফিরল এসএসসি পরীক্ষা

তিন বছর পর আবার ফেব্রুয়ারিতে ফিরল এসএসসি পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেবে এসএসসি ও সমমানের ২০ লাখ ২৪ হাজার শিক্ষার্থী। এর জেরে আগামী এক মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। এ ছাড়া পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। করোনার কারণে গত কয়েক বছর স্বাভাবিক সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা হয়নি। পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে।

 

এবার স্বাভাবিক সূচিতে ফিরে এসেছে পরীক্ষা। সব বিষয়ে পূর্ণ সিলেবাসে পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৪ মার্চ। ৩ হাজার ৭০০ কেন্দ্রে এই পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

 

আন্তশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সর্টিং থেকে শুরু করে, উত্তরপত্র ও প্রবেশপত্র বিতরণসহ সব কাজ শেষ হয়েছে। এদিকে পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড।

 

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সোশ্যাল মিডিয়ায় কেউ যদি প্রশ্নফাঁসের গুজব ছড়ায় তাহলে দ্রুত তাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। শিক্ষকেরা বলছেন, সিলেবাস নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে।

 

রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বেগম বলেন, এবার যারা এসএসসি দিচ্ছে তারা পিএসসি ও জেএসসি কিছুই দেয়নি। কোভিডকালীন তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যেটুকু তারা পড়াশোনা করেছে ততটুকু তারা ঠিক মতো করেছে। সেটুকু নিয়েই তারা পরীক্ষাকেন্দ্রে আসবে।

 

এদিকে পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হবে।

 

আরও খবর

Sponsered content