জাতীয়

চলতি মাসেই টানা ৪ দিনের ছুটির সুযোগ!

চলতি মাসেই টানা ৪ দিনের ছুটির সুযোগ!

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সরকারি চাকুরিজীবিদের জন্য টানা চারদিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে তাদের একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে হবে। তাহলেই মিলবে একসঙ্গে চারদিনের ছুটি।

 

চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি রোববারের ছুটি কোনোভাবে ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অথবা ২২ ফেব্রুয়ারির ছুটি ম্যানেজ করলেও একই সুযোগ মিলবে।

 

ক্যালেন্ডার অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকুরে বা ব্যাংক কর্মী ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

 

অথবা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুইদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোববার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’করতে পারলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিনের ছুটি ভোগ করতে পারবেন।

 

এর আগেও ঈদসহ বিভিন্ন দিবসে এমন সুযোগ পেয়েছেন বিভিন্ন দফতরের কর্মীরা। এছাড়া ঈদে সড়কে চাপ কমাতে বিভিন্ন সময় নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর ঘটনাও রয়েছে।

 

উল্লেখ্য, শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবারের শবে বরাতের ছুটি পড়েছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)।

 

আরও খবর

Sponsered content