সারাদেশ

আত্মহত্যার চেষ্টা কিশোরীর, দরজা ভেঙে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আত্মহত্যার চেষ্টা কিশোরীর, দরজা ভেঙে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানীর তুরাগে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তুরাগের দিয়াবাড়ির চালা মার্কেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

ওই তরুণীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলিনগর। ভাড়া বাসায় থাকত সে।

 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন গণমাধ্যমকে বলেন, ওই কিশোরী আত্মহত্যা করার জন্য গলায় রশি লাগাইছিল।

 

পরে আমরা খবর পেয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। তখন সে কিছুটা অসুস্থ ছিল। যার কারণে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দিয়ে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছে, তা জানা যায়নি।

 

আরও খবর

Sponsered content