সারাদেশ

পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ২০০

পিকনিকের খাবার খেয়ে হাসপাতালে ২০০

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত একটি পোশাক কারখানার বার্ষিক পিকনিকের খাবার খেয়ে ২০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীরা জানান, গার্মেন্টসের ভেতরে শ্রমিকদের নিয়ে পিকনিকের আয়োজন করে মালিকপক্ষ। সেখানে দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মোকসেদা খাতুন বলেন, পিকনিকের খাবার খেয়ে কারখানার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আরও খবর

Sponsered content