সারাদেশ

ছাত্রীর হিজাব কেটে দিলেন শিক্ষক, শিক্ষকদের অবরুদ্ধ

ছাত্রীর হিজাব কেটে দিলেন শিক্ষক, শিক্ষকদের অবরুদ্ধ

কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ওই ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। একই সাথে জড়িত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা হয়েছে সেখানে। আজ বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ে।

 

জানা গেছে, আন্দোলনের এক পর্যায়ে তারা ইন্সটিটিউটের ৬ জন শিক্ষককে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর শুরু করে বিক্ষোভ। এসময় তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠে ইন্সটিটিউট প্রাঙ্গণ।

 

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের ২য় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন ইন্সটিটিউটেরই একজন শিক্ষক। এ খবর ছড়িয়ে পড়ার পরদিন আজ সকালে ইন্সটিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

 

তারা এ ঘটনার প্রতিবাদে ৬ শিক্ষককে কক্ষে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আকবরি খানম পরে বক্তব্য জানাবেন বলে জানান।

 

আরও খবর

Sponsered content