জাতীয়

বিএনপি না এলেও যথাসময়েই নির্বাচন : প্রাণিসম্পদ মন্ত্রী

বিএনপি না এলেও যথাসময়েই নির্বাচন : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। বিএনপি না এলেও অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে আসার জন্য অপেক্ষায় আছে।

 

শনিবার পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বিজয়ী হতে পারবে না জেনেই বিএনপি মূলত নির্বাচনে আসতে চায় না। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২ দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিস্ট্রেশন নেই। এ জাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে।

 

তিনি আরো বলেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই। ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিল তিনিও সরে গেছেন। এখন বিএনপি দিশেহারা। তারা নির্বাচনে না এলেও নির্বাচন থেমে থাকবে না। অনেক দল নির্বাচন করতে আগ্রহী, তারা প্রস্তুতিও নিচ্ছে। সুতরাং নির্বাচন হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।

 

আরও খবর

Sponsered content