জাতীয়

প্রধানমন্ত্রী টিকিট কেটে ট্রেনে চড়লেন

প্রধানমন্ত্রী টিকিট কেটে ট্রেনে চড়লেন

মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশনে টিকিট কেটে ট্রেনে চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া রেল স্টেশনে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন শেষে তার সফর সঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী পদ্মা সেতু পার হতে তিনি টিকিট কেটে ট্রেনে ওঠেন।

 

ট্রেনে চড়ে তিনি পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা যান। সেখানে কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

 

এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বপ্নের পদ্মা সেতু হয়ে রেল চলাচলের মাহেন্দ্রক্ষণকে ‘স্বপ্ন পূরণের দিন হিসেবে’ অভিহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ।

 

তার মধ্যে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে। এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

 

ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভা শেষে বিকেল ৪টার দিকে সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

 

আরও খবর

Sponsered content