চাকরির খোঁজ

বাংলালিংক নিয়োগ দিচ্ছে শীর্ষ পদে

বাংলালিংক নিয়োগ দিচ্ছে শীর্ষ পদে

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটিতে ইনফ্রাস্ট্রাকচার রোলআউট এবং ফাইবার অপারেশনের প্রধান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠান: বাংলালিংক।

 

বিভাগ: ইনফ্রাস্ট্রাকচার রোলআউট এবং ফাইবার অপারেশনের প্রধান।

 

পদ: এক্সিকিউটিভ।

 

পদসংখ্যা: ১টি।

 

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং।

 

অতিরিক্ত যোগ্যতা: আরএএন এবং ট্রান্সমিশন প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান, অ্যাক্রুয়াল, BOQ/PR/GRN, OpEx/CapEx, বাজেট বিশ্লেষণের উপর ভালো জ্ঞান, ওরাকল ইআরপি অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারনা থাকতে হবে।

 

কাজের ধরন: প্রধান KPIs-এর সাথে সাইট অধিগ্রহণ এবং নির্মাণের গুণমান মান এবং নির্দেশিকা পরিচালনা করা। TowerCos এবং অভ্যন্তরীণ বিক্রেতাদের চুক্তির শর্তাবলী এবং অনুমোদিত পরিমাপ পরামিতি এবং KPIs অনুযায়ী পর্যবেক্ষণ কর্মক্ষমতা নিশ্চিত করা। অডিট, পরীক্ষা এবং পরিদর্শন করে গুণমান নিশ্চিত করা। সাইট অধিগ্রহণ এবং নির্মাণ মানের প্রতিবেদন প্রকাশ করা। অপারেশনে সম্পূর্ণ সাইট হস্তান্তর নিশ্চিত করা।

 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০-১২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

 

বেতন: আলোচনা সাপেক্ষে।

 

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

 

চাকরির ধরন: ফুলটাইম।

 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

 

বয়স: প্রয়োজন নেই।

 

কর্মস্থল: ঢাকা।

 

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

 

আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৩

আরও খবর

Sponsered content