সারাদেশ

পরকীয়া প্রেমে মজে স্ত্রীকে হত্যা করল স্বামী

চুয়াডাঙ্গা সদরে পরকীয়ার জেরে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। রোববার (৩১ মার্চ) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

মৃত মর্জিনা খাতুন (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজোমা গ্রামের ইব্রাহিমের স্ত্রী। আটক ইব্রাহিম একই গ্রামের আব্দুল মোত্তালাবের ছেলে।

চুয়াডাঙ্গা সদর সার্কলেরে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল।

স্বামী ইব্রাহিম একই এলাকার এক নারীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন।

কয়েক দিন আগে ওই গৃহবধূর স্বামী বিষয়টি জেনে ফেলায় তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন।

তালাক হওয়ার পর ওই নারী ইব্রাহিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে শনিবার রাতে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে রাতে ইব্রাহিম স্ত্রী মর্জিনা খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

সকালে ইব্রাহিম পরিবারসহ স্থানীয়দের জানায় তার স্ত্রী মারা গেছে। তাদের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কুতুবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসিসহ স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ হেফাজতে নিলে হত্যার ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে।