বিনোদন

বলিউডে পা রাখছেন উরফি জাভেদ

বলিউডে পা রাখছেন উরফি জাভেদ

পোশাকের কারণে সব সময়েই আলোচনায় থাকেন উরফি জাভেদ। প্রায়ই অভিনব নানা লুকে সোশালে নিজের ছবি-ভিডিও পোস্ট করার জন্য তাকে একাধিকবার কটাক্ষের শিকারও হতে হয়েছে। এবার নতুন ভূমিকায় উরফি। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে পা রাখবেন তিনি।

 

দীর্ঘ দিন ধরেই হিন্দি ছবিতে অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি।

আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত আলোচিত ছবি ‘লাভ সেক্স অর ধোকা’ ছবিটির সিক্যুয়েল।

জানা গেছে, এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি।

ছবিতে পরিচালক সোশালের প্রেক্ষাপটে সমসাময়িক প্রেমের বিভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেয়েছেন।

এর আগে জানা গিয়েছিল, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর ও মৌনী রায়।

এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।

সূত্র জানায়, ছবির বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্র নির্মাণ করেছেন। সব দিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন।

বিতর্ককে যেকোনো দিন পাত্তা দেননি উরফি, সেটা বার বার বুঝিয়ে দেন তিনি।

এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি-না, সেটাই দেখার।

আরও খবর

Sponsered content